বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৮:৪৬

পরীক্ষার ম্যাচে ফেল করে মাশরাফি যাকে দোষ দিলেন

পরীক্ষার ম্যাচে ফেল করে মাশরাফি যাকে দোষ দিলেন

স্পোর্টস ডেস্ক: আগের দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে পাইপ লাইনের খেলোয়াড়দের যাচাই করে নিতে টাইগারদের চূড়ান্ত একাদশে পাঁচটি পরিবর্তন আনা হয়। বুধবারের এই ম্যাচে দলে সংযোজিত নতুন খেলোয়াড়দে মধ্য অভিষেকই হয় চার জনের।

সিরিজ জয়ের হাতছানি দেয়া এই ম্যাচে শেষ পর্যন্ত জয়ের মালা পরতে ব্যর্থ হয় মাশরাফি বাহিনী। খুলনার শেখ আবু নাসির চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-২০ টেস্টে বাংলাদেশ হেরে যায় ৩১ রানে।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা বৃষ্টিকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘আমরাও টসে জিতলে প্রথমে ব্যাটিং করতাম। বৃষ্টি হলে টি-২০ ম্যাচে সুবিধা হয় বেশি। তার ওপর ম্যাচের শুরুতেও বৃষ্টি হয়েছে, ম্যাচ চলাকালীন সময়েও বৃষ্টি হয়েছে। আর এ কারণে আমাদের বোলারদের বল গ্রিপ করতে অনেক সমস্যা হয়েছে। উইকেটে একেবারেই বল থামছিলো না।’

নিজ দলের বোলাররা ভালো করতে না পারলেও প্রতিপক্ষের ব্যাটসম্যানের প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি। বলেছেন, ‘বৃষ্টির পরও পুরো কৃতিত্ব জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। তারা ভালো ব্যাটিং না করলেও এতো বড় স্কোরও হতো না। তাদের এই রানটা করতে হয়েছে আবার প্রতিরোধও করতে হয়েছে।’

সিরিজের প্রথম দুই ম্যাচ জেতায় কেমন যেন গা-ছাড়া ভাব ছিল স্বাগতিকদের। তবে এই বিষয়টি মানতে নারাজ নড়াইল এক্সপ্রেস।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার সব সময় গুরুত্ব থাকে ম্যাচ জয়ের ব্যাপারে। টিমের পক্ষ থেকে বলতে পারি, আমরা অবশ্যই এই ম্যাচ হারতে চাইনি।’
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে