জুবায়ের রাসেল: খুলনায় শেখ আবু নাসের চৌধুরি স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি চার ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুটিতে জয়ের পর তৃতীয় ম্যাচে একটু বেশিই ঝুঁকি নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হয়েছে এক সঙ্গে চারজনের। এরা হলেন আবু হায়দার রনি, মোহাম্মদ শহিদ, মুক্তার আলী এবং মোসাদ্দেক হোসেন।
বুধবারের এই ম্যাচে অভিষিক্ত চারজনের মধ্যে কেবল শহিদ খেলেছেন ৫টি টেস্ট ম্যাচ। বাকিরা জাতীয় দলেই নবাগত। এক কথায় বললে বাঁকি তিন ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে (বিপিএল) দ্যুতি ছড়িয়ে উঠে এসেছেন। এদের মধ্যে বিপিএলের বিশ্ময় বালক আবু হায়দার রনি কুমিল্লা ভিক্টোরিয়ার হয়ে নিয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেট।
একইভাবে ঢাকা ডায়নামাইটসের হয়ে ব্যাট হাতে দ্যুতি ছড়ান মোসাদ্দেক হোসেন। আর ডানহাতি পেসার মুক্তার আলী নিজেকে মেলে ধরেন বিপিএলের দ্বিতীয় আসরে, দুরন্ত রাজশাহীর হয়ে।
কিন্তু বুধবারের এই ম্যাচে তারা জ্বলে উঠতে একেবারেই ব্যর্থ হয়েছেন। যার ফলে টাইগাররা হেরেছে ৩১ রানে। বিষাদের এই অভিষেকে মুক্তার আলী ব্যাট হাতে ১৫ বলে করেছেন অপরাজিত ১৯ রান। তবে বল হাতে ২ ওভারে বিনা উইকেটে দিয়েছেন ১৭ রান।
অন্যদিকে, আবু হায়দার রনি ৪ ওভারে দিয়েছেন ৪০ রান। রনির সান্ত্বনা দুটি উইকেট। একই পথে হেঁটেছেন মোহাম্মদ শহিদ। ৩ ওভারে তিনি দিয়েছেন ৩২ রান। পেয়েছেন মাত্র একটি উইকেট। আর মোসাদ্দেক হোসেন উইকেট না পেলেও ২ ওভারে ৫.০০ ইকোনোমি রেটে ১০ রান দিয়ে উইকেটহীন ছিলেন।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম