শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ০২:১০:৫৯

১৭ বছর পর সেরা ত্রিশে জায়গা হলোনা মেসির

১৭ বছর পর সেরা ত্রিশে জায়গা হলোনা মেসির

স্পোর্টস ডেস্ক : আগামী ১৭ই অক্টোবর ফ্রান্সের প্যারিসে ঘোষণা করা হবে ২০২২ ব্যালন ডি'অর বিজয়ীর নাম। এর আগে আজ (শুক্রবার) রাতে ব্যালন ডি'অর জয়ের লড়াইয়ে প্রথম ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে 'ফ্রান্স ফুটবল' ম্যাগাজিন। সেখানে জায়গা হয়নি সাত বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসির। ১৭ বছর পর সেরা ত্রিশে জায়গা হলোনা মেসির।

সেরা ত্রিশে জায়গা হয়নি পিএসজিতে মেসির সতীর্থ নেইমারের। অবশ্যই সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন পাঁচবারের জয়ী ক্রিস্তিয়ানো রোনালদো।  

গত মৌসুমে ৪৪ গোল করে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় অবদান রাখা করিম বেনজিমা এবারের ব্যালন ডি'অরের বড় দাবিদার। অনেকে ভেবেই নিয়েছে এবারের ব্যালন ডি'অর জিততে যাচ্ছেন ফরাসি এই স্ট্রাইকার। 

রিয়াল মাদ্রিদ থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদ্রিচ, থিবো কোর্তুয়া, কাসেমিরো ও এ মৌসুমে রিয়ালে যোগ দেয়া আন্তনিও রুদিগার। গত মৌসুমে চেলসির হয়ে দুর্দান্ত খেলেছেন এই ডিফেন্ডার।  

মেসি-নেইমার জায়গা না পেলেও তাদের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে লড়াইয়ে জায়গা পেয়েছেন। আছে বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় নাম লেখানো রবার্ত লেভানদোস্কি, ম্যানচেস্টার সিটির তরুণ প্রতিভাবান আর্লিং হালান্ড।

চলুন দেখে নেওয়া যাক ২০২২ ব্যালন ডি'অরের ৩০ জনের তালিকায় কারা আছেন

# থিবো কোর্তুয়া (রিয়াল মাদ্রিদ) # মোহাম্মদ সালাহ ( লিভারপুল) # রাফায়েল লিও ( এসি মিলান) #ক্রিস্তফার এনকুনকু ( বায়ার্ন মিউনিখ)  # জসুয়া কিমিচ ( বায়ার্ন মিউনিখ) # আলেক্সান্ডার আর্নল্ড ( লিভারপুল) # ভিনিসিয়ুস জুনিয়র ( রিয়াল মাদ্রিদ) # বার্নাদো সিলভা ( ম্যানচেস্টার সিটি) # লুইস দিয়াজ ( লিভারপুল) # রবার্তো লেভানদোস্কি ( বার্সেলোনা) # রিয়াদ মাহরেজ ( ম্যানচেস্টার সিটি) 

# কাসেমিরো ( রিয়াল মাদ্রিদ) # হিউং মিন সন ( টটেনহাম) # ফাবিনহো ( লিভারপুল) # করিম বেনজিমা ( রিয়াল মাদ্রিদ) # মাইক মাইগনান ( এসি মিলান) # হ্যারি কেন ( টটেনহাম) # দারউইন নুনেজ ( লিভারপুল) # ফিল ফোডেন ( ম্যানচেস্টার সিটি) # সাদিও মানে ( বায়ার্ন মিউনিখ)

# সেবাস্তিয়ান হাল্লার ( বরুশিয়া ডর্টমুন্ড) # লুকা মদ্রিচ ( রিয়াল মাদ্রিদ) # আন্তনিও রুদিগার ( রিয়াল মাদ্রিদ) # ক্রিস্তিয়ানো রোনালদো ( ম্যানচেস্টার ইউনাইটেড) # কেভিন ডি ব্রুইন ( ম্যানচেস্টার সিটি) # ডুসান ভ্লাহোভিচ ( জুভেন্টাস) # ভার্জিল ভ্যান ডিক ( লিভারপুল) 

# হোয়াও ক্যানসেলো ( ম্যানচেস্টার সিটি) # আর্লিং হালান্ড ( ম্যানচেস্টার সিটি) # কিলিয়ান এমবাপ্পে ( পিএসজি))

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে