বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১০:১০:০০

ঝড় তুলতে দলে ফিরছেন ম্যাককালাম

ঝড় তুলতে দলে ফিরছেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দলে ফিরতে যাচ্ছেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পিঠের ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন তিনি।

তবে পায়ের ইনজুরিতে আক্রান্ত দলের অন্যতম সেরা পেসার টিম সাউদি চলতি পাকিস্তান সিরিজে দলে ফিরতে পারছেন না। নিউজিল্যান্ড ক্রিকেট আশা করছে আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি হয়তো দলে ফিরবেন।

ম্যাককালাম দলে ফেরার বিষয়ে দলটির কোচ মাইক হেসন বলেন, ‘ম্যাককালাম বেশ ভালোভাবেই সেরে উঠছে। তবে ম্যাচ খেলার উপযোগী হতে আরো অনেক কাজ বাকি। আশা করছি, সে পাকিস্তান সিরিজের অংশ হতে পারবে।’
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে