স্পোর্টস ডেস্ক: সামনেই টি-২০ বিশ্বকাপ। তবে তার আগে রয়েছে এশিয়া কাপ। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ এবারই প্রথম টি-২০ ফরমেটে হবে।
এই দুটি বড় টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে এশিয়া কাপে অংশ নেয়া প্রতিটি দলই এখন ব্যস্ত বিভিন্ন সিরিজ খেলতে। এরই অংশ হিসেবে আগামী মাসে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচ টি-২০ সিরিজ।
আগামী ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে পুনেতে শুরু হবে এই সিরিজ। বাকি দুইটি ম্যাচ হবে ১২ ফেব্রুয়ারি দিল্লীতে ও ১৪ ফেব্রুয়ারিতে বিশাখাপত্তমে।
এর আগে, টি-টোয়েন্টিতে দুদলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে। সে ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে ভারতের হাত থেকে ফসকে গিয়েছিল বিশ্বকাপ।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম