বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১০:৪১:২১

ম্যাচের মাঝে মহিলা খেলোয়াড়কে এ কি প্রস্তাব!

ম্যাচের মাঝে মহিলা খেলোয়াড়কে এ কি প্রস্তাব!

স্পোর্টস ডেস্ক : ম্যাচের মাঝে মহিলা খেলোয়াড়কে এ কি প্রস্তাব দিলেন রেফারি, যা রীতিমত তাকে ভাবিয়ে তুলেছে।  ক্রিস গেইলের ঘটনা এখনো হজম হয়নি।  তারই মাঝে এবার ফুটবলে ম্যাচ চলাকালীন রেফারির প্রস্তাবে ক্ষেপেছে নারী।

তবে এবারের অভিযোগটা বেশ জটিল।  স্পেনের ক্লাব ফুটবলের প্রথম ডিভিশন মহিলা ফুটবলের ম্যাচে এলেনা পাভেলা নামের এক মহিলা ফুটবলারকে খেলার মাঝেই অন্যরকম প্রস্তাব দিয়ে বসেন রেফারি সান্টা অ্যালকোন।

ম্যাচের মাঝখানে রেফারি এলেনাকে উদ্দেশ করে বলেন, 'এই যে বাদামী চুল, চল আজ সন্ধ্যায় কফি খেতে যাই।  স্পোর্টিং হুয়েলভা ক্লাবের ডিফেন্ডার এলেনা রেফারিকে সাফ জানিয়ে দেন, তুমি মুখে বাঁশি নিয়েই থাকো, সেটাই তোমার পক্ষে ভালো হবে।  

মহিলা রোমানিয়ার এই মহিলা ফুটবলারের অভিযোগ রেফারি তাকে ম্যাচ চলাকালীন ক্রমাগত উত্ত্যক্ত, উত্তেজিত করতে থাকেন।  ম্যাচটি হচ্ছিল স্পোর্টিং হুয়েলভা বনাম সান্টা টেরেসার মধ্যে।

পুরো ঘটনায় হতাশ এলেনা বলেন, তিনি ফুটবলে ফেয়ার প্লে-এর ওপর আস্থা হারিয়ে ফেলেছেন।  এত বছর ধরে ফুটবল খেলছি, কিন্তু এত অপমাণিত বোধ এর আগে কখনো করিনি।
২০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে