স্পোর্টস ডেস্ক: ফুটবলের জাদুকর মেসির প্রতি সকলের ভালোবাসা একটু অন্যরকম। সেই ভালোবাসার প্রমাণ এবার নিজেই দেবে মেসি। এই জন্য তার ভক্তদের জার্সি দিয়ে দেবেন মেসি? নিজের ১০ নাম্বার জার্সিটি? কেন হঠাৎ এমন সিদ্ধান্ত ফুটবলের বিশ্বসেরা এই ফুটবলার। তবে তার এই জার্সি দিতে চান খুদে ভক্তদের৷ যুদ্ধবিধ্বস্ত ইরাকে বসে প্ল্যাস্টিক ব্যাগেই যে বানিয়েছে মেসির জার্সি৷ তার হাতেই নিজের জার্সি তুলে দিতে চান তিনি৷
যুদ্ধ বিধ্বস্ত ইরাকের ডোহুকের ছোট্ট মেসিভক্ত যে সবার থেকে আলাদা৷ নিরন্তর যুদ্ধে যেখানে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জের সেখানেও ভালবাসার ফুটবলারকে ছাড়তে রাজি নয় খুদেটি৷ সম্বল নেই মেসির নাম লেখা জার্সি কেনার৷ কিন্তু মেসির প্রতি ভালোবাসা প্রকাশ তাতে আটকায়নি৷ প্ল্যাস্টিকের ব্যাগ কেটেই বানিয়ে ফেলেছে জার্সি৷আর তার পিছনে জ্বলজ্বল করছে মেসির নাম্বার ও বিশ্বখ্যাত সেই ১০ নম্বর৷ আর এই ছবি সোশ্যাল মিডিয়া মাধ্যমে চোখে পড়ে মেসির৷ এমন ভক্তকে খুশি না করে থাকেন কী করে? তাই তিনি তাঁর অফিশিয়াল টুইটার পেজে খুদে ভক্তদের জার্সি দেওয়া ইচ্ছার কথা জানান।
২০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস