বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১০:৫৭:৪৫

কঠিন শিক্ষা পেলেন মাশরাফি

কঠিন শিক্ষা পেলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: আগের দুই ম্যাচ জিতায় তৃতীয় ম্যাচেই টাইগারদের জন্য ছিল সিরিজ জয়ের হাতছানি। কিন্তু খুলনার শেখ আবু নাসের চৌধুরি স্টেডিয়ামে বুধবারের খেলায় একাদশে পাঁচ জন নতুন মুখ নেয়ার খেসারত হাড়ে হাড়ে টের পেয়েছেন অধিনায়ক মাশরাফি।

আফগানিস্তান যে দলের বিপক্ষে সিরিজ জিতে সেই জিম্বাবুয়ের বিপক্ষে এই দিন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি মাশরাফিরা। ফল স্বরূপ বাংলাদেশকে ৩১ রানের বিশাল ব্যবধানে হারতে হয়।
 
জিম্বাবুয়ের বিপক্ষে এই হারকে ‘বড় শিক্ষা’ বলেই মানছেন মাশরাফি বিন মুর্তজা। অবশ্য প্রতিপক্ষ জিম্বাবুয়েকে প্রাপ্য কৃতিত্বটাও দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজেদের দায়টা মেনে নিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

“অবশ্যই এটি বড় এক শিক্ষা (এই হার)। বোলিংটা আজ ভালো হয়নি। বৃষ্টিতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের সুবিধা হয়েছে, তবে ওদেরকে কৃতিত্ব দিতেই হবে। ব্যাটিংয়েও আমরা পরিকল্পনামতো খেলতে পারিনি।”

শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

‘শেষ ম্যাচে আমাদের খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে। আশা করি, আমরা পারব।’
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে