বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১২:৩৬:২৮

সাব্বিরের ছন্দে থাকা প্রসঙ্গে যা বললেন মাশরাফি

সাব্বিরের ছন্দে থাকা প্রসঙ্গে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটিংকে নেতৃত্ব দিচ্ছেন সাব্বির রহমান। তরুণ এই ব্যাটসম্যানকে বড় মঞ্চে একই ছন্দে দেখতে চান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের কাছে ৩১‌ রানে হারা ম্যাচে ৩২ বলে ৫০ রানের চমৎকার এক ইনিংস খেলেন সাব্বির।

টি-টোয়েন্টিতে তিন নম্বরে বাংলাদেশের নিয়মিত ব্যাটসম্যান সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের জায়গায় এই সিরিজে তিন নম্বরে ব্যাট করছেন সাব্বির। পরীক্ষা-নিরীক্ষার সিরিজে দলকে ব্যাটিং নির্ভরতা যোগাচ্ছেন তিনি।

তরুণ এই ব্যাটসম্যানের ছন্দে থাকাকে খুবই ইতিবাচক ভাবে দেখে মাশরাফি বলেন, আমি আশা করবো, সামনে আরও বড় মঞ্চে সেটা এটা চালিয়ে যাক। ও যদি এভাবে রান করতে থাকে, আমার বিশ্বাস, পেছনের ব্যাটসম্যানরা আরও বেশি সাবলীলভাবে ব্যাটিং করতে পারবে। তিন নম্বরে এভাবে ব্যাটিং করা মানে পুরো দলকে চাপমুক্ত করে দেয়া।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে এই হারকে ‘বড় শিক্ষা’ বলেই মানছেন মাশরাফি বিন মুর্তজা। অবশ্য প্রতিপক্ষ জিম্বাবুয়েকে প্রাপ্য কৃতিত্বটাও দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজেদের দায়টা মেনে নিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

“অবশ্যই এটি বড় এক শিক্ষা (এই হার)। বোলিংটা আজ ভালো হয়নি। বৃষ্টিতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের সুবিধা হয়েছে, তবে ওদেরকে কৃতিত্ব দিতেই হবে। ব্যাটিংয়েও আমরা পরিকল্পনামতো খেলতে পারিনি।”

২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে