স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে হেরেছে সফরকারীরা। তৃতীয় ম্যাচে ব্যাটে-বলে দল দারুণভাবে জ্বলে ওঠায় খুশি হ্যামিল্টন মাসাকাদজা। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাচ জয়ী এই পারফরম্যান্সকে বলছেন ‘পরিপূর্ণ’।
হারের বলয়ে আটকে থাকা জিম্বাবুয়ে সবাইকে চমকে দিয়ে বুধবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে। হারলেই শেষ হয়ে যেত সিরিজ, এমন চাপের ম্যাচে সব বিভাগেই দুর্দান্ত খেলে তারা হারিয়ে দিয়েছে স্বাগতিক টাইগারবাহিনীকে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই মাসাকাদজার কণ্ঠে পারফরম্যান্সেরই উচ্ছাস।
মাসাকাদজা বলেন, সিরিজে ফিরতে পেরে দারুণ লাগছে। অনেক পরিশ্রম করেছে ছেলেরা। মিডল অর্ডার থেকে রান চাইছিলাম আমরা, আজ সেটা তারা পেরেছে। বোলাররাও পরে দারুণ করেছে। সব মিলিয়ে এটি ছিল পরিপূর্ণ এক পারফরম্যান্স।”
শুক্রবার সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করার সুযোগ আছে জিম্বাবুয়ের। তবে মাসাকাদজা জানালেন, পরীক্ষা-নিরীক্ষা থেকে সরে আসবেন না তারা।
সফরকারী দলের অধিনায়ক বলেন, আমার ধারণা শেষ ম্যাচেও আরও কিছু পরিবর্তন আসবে, আরও কয়েকজনকে দেখে নেওয়া হবে।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি