বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০২:১৩:৫৮

হারের সব দায় আমি নিলাম : ধোনি

হারের সব দায় আমি নিলাম : ধোনি

স্পোর্টস ডেস্ক : চতুর্থবারেও ছবিটা পাল্টালো না৷ রিচার্ডসনের ঝোড়ো বোলিংয়ে উড়ে গেল ভারতীয় ব্যাটিং লাইন আপ৷ বিরাট কোহলি (১০৬) ও শেখর ধাওয়ানের (১২৬) জোড়া শতরানও এদিন মাঠে মারা গেল বাকি ব্যাটসম্যানদের জন্য৷

কারণ টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের পরের তালিকাটা ঠিক এরকম- ০, ৫, ২৪*, ২, ৯, ২, ২, ০৷ স্কোরবোর্ডে ২ উইকেটে ২৭৭ রান ভারতীয় সমর্থকদের মনে আশার আলো জ্বালিয়েছিল৷ কিন্তু মাত্র ৪৬ রানে বাকি উইকেটগুলো তাসের ঘরের মতো পড়ে গেল৷ ফলস্বরূপ, পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৪-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷
   
এতদিন পেসার ও স্পিনারদের নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছিল মহেন্দ্র সিং ধোনির৷ বুধবার ক্যানবেরায় ক্যাপ্টেন কুলকে হতাশ করলেন ব্যাটসম্যানরা৷ ধোনি বলেন, "আমি হারের দায়িত্ব নিচ্ছি৷ আমার দলকে টেনে নিয়ে যাওয়া উচিৎ ছিল৷ কিন্তু আমি আউট হয়ে গেলাম (শূন্য রানে)৷ তরুণদের ওপর একটু বেশি চাপ পড়ে গিয়েছিল৷ শেখরের সঙ্গে রোহিত ভাল ব্যাট করেছে৷ কোহলি আর ধাওয়ান তো অসাধারণ ছিল৷ গত পাঁচ বছরে স্পিনার ছাড়া আমাদের স্থায়ী বোলিং লাইন আপ নেই৷"
     
এদিন টসে জিতে ব্যাট করে অস্ট্রেলিয়া৷ ৯৩ রান করেন ওয়ার্নার৷ ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলেন ফিঞ্চ৷ ইশান্ত শর্মা চারটি ও উমেশ যাদব ৩টি উইকেট নেন৷ জবাবে কোহলি ও ধাওয়ান ছাড়া কেবল রোহিতই (৪১) রান পেয়েছেন৷ অজি বোলার রিচার্ডসন পাঁচটি উইকেট তুলে নেন৷

২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে