বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ০৪:৩৬:২৪

আইসিসির নতুন ফিউচার ট্যুর ভরা ভারত-বাংলাদেশ চমকে

আইসিসির নতুন ফিউচার ট্যুর ভরা ভারত-বাংলাদেশ চমকে

স্পোর্টস ডেস্ক: ২০২৩ থেকে ২০২৭ সালের ফিউচার ট্যুর গ্রোগ্রাম ঘোষণা করল আইসিসি। আর এই চার বছরের মধ্যে মোট ২০টি টেস্ট ম্যাচ খেলবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। চলতি বছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট দিয়ে শুরু হচ্ছে সেই সফর।

আইসিসির নতুন ফিউচার ট্যুর ভরা ভারত-বাংলাদেশ চমকে। ওয়ানডে এবং টি-টোয়েন্টির বাড়বাড়ন্তে টেস্টের গুরুত্ব যাতে না কমে, সে দিকে বিশেষ নজর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। তাই আগামী চার বছরে প্রচুর টেস্ট সিরিজের সাক্ষী হতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়াতে চার ম্যাচের বর্ডার-গাভাসকর সিরিজে নামবে ভারত। তারপরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ। দুই সিরিজেই থাকবে দুটি করে ম্যাচ। আরও পড়ুন: এই লোভী দুই জন সবকিছু নিজের করে নিয়েছে: এমবাপে

২০২৪ সালে দেশের মাটিতে ইংল্যান্ড, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বিরাট কোহলিরা। আবার সে বছর অস্ট্রেলিয়া সফরেও যাবে দল। ২০২৫ সালে পাঁচ ম্যাচের টেস্টের জন্য ইংল্যান্ড যাবে ভারতীয় দল। 

তার আগে অবশ্য ক্যারিবিয়ান এবং প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচদিনের ক্রিকেট রয়েছে ভারতীয় দলের। ২০২৬ সালে ভারতে টেস্ট সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। রশিদ খানদের বিরুদ্ধে একটিই ম্যাচ খেলবেন রোহিতরা। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রয়েছে সিরিজ। 

২০২৩-২০২৭ সাইকেলের শেষ টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে। আইসিসির অন্তর্গত ১২টি দেশ মোট ৭৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। বর্তমানে যে সংখ্যাটা হল ৬৯৪। যার মধ্যে রয়েছে ১৭৩টি টেস্ট, ২৮১টি ওয়ানডে এবং ৩২৩টি টি-টোয়েন্টি। অর্থাৎ এবার বিশ্বচ্যাম্পিয়নশিপ, দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি টুর্নামেন্ট মিলিয়ে অনেক বেশি ম্যাচ খেলবে সব দল।

আইসিসির নতুন ফিউচার ট্যুরে ৭৭৭টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে বাংলাদেশ মোট খেলবে ১৪৪ ম্যাচ। নতুন এফটিপিতে চার বছরে মোট ৩৭টি টেস্ট খেলবে বাংলাদেশ। ওয়ানডে ৬৮ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ৬৩টি। জুনে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। 

সেখান থেকে জুনেই দেশে এসে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশ ঘরের মাঠে শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আতিথেয়তা দেবে। এরপর একই বছরের মধ্যভাগে আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতে টেস্ট খেলতে নামবে টাইগাররা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে