স্পোর্টস ডেস্ক : সাফল্যে ভরা দীর্ঘ ক্রিকেট জীবনে তিনি মাত্র একটি টোয়েন্টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সেই শচীন টেন্ডুলকার বলছেন, ‘অস্বীকার করার উপায় নেই টি ২০ পুরোপুরি ক্রিকেট খেলার ধরনটাই বদলে দিয়েছে। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে।’
টোয়েন্টি ২০ বিশ্বকাপের আগে আজ এখানে আইসিসি–র সঙ্গে এম আর এফ টায়ার্সের চুক্তি অনুষ্ঠানে শচীন ক্রিকেটের এই বদল প্রসঙ্গে নানা কথা বললেন। কোথায় পরিবর্তন হয়েছে, তা বোঝাতে গিয়ে শচীন বলেন, ‘এক সময় ভাবাই যেত না ব্যাটসম্যানরা জোরে বোলারদের রিভার্স সুইপ মেরে বল শর্ট থার্ডম্যান অঞ্চলে পাঠাবে।’
তিনি আরও বলেন, ‘টি ২০ ক্রিকেট দর্শকদের মধ্যে নতুন উন্মাদনা এনেছে। দর্শকরা এই খেলা উপভোগ করছেন। অল্প সময়ের লড়াইয়ে সারাক্ষণই টানটান উত্তেজনা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে শেষ বলে মীমাংসা হচ্ছে। মাঠে দর্শক টানতে এটা টনিকের কাজ করছে।’
গতবার একদিনের বিশ্বকাপে প্রচার দূত ছিলেন শচীন। এবার সেরকম কোনও দায়িত্বে নেই। জানালেন, এতে সুবিধে হয়েছে প্রাণ খুলে ভারতের হয়ে চিৎকার করতে পারবেন। সামনের টোয়েন্টি ২০ বিশ্বকাপে নিজের দেশে খেলবে ভারত। শচীনের আবেদন, ‘সবাই ভারতকে সমর্থন করুন’।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি