শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ০২:২৯:১৮

আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি: পাপন

আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি: পাপন

স্পোর্টস ডেস্ক: অনেকদিন ধরেই টি-টোয়েন্টিতে ধুঁকছে বাংলাদেশ দল। এর মধ্যে সিরিজ হেরেছে জিম্বাবুয়ের কাছে। টানা হারে বিপর্যস্ত টাইগাররা চাপে পড়ে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে। এই ফরম্যাটে আসন্ন এশিয়া কাপ দিয়ে আবার নেতৃত্ব ফিরবেন সাকিব আল হাসান। 

২০ ওভারের ক্রিকেটে নিজেদের দুর্দিন ঘোচাতে সাকিবের নেতৃত্বে এশিয়া কাপকে পাখির চোখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইঙ্গিত দিয়েছেন, এশিয়া কাপ দিয়ে ছন্দ ফিরবে গোটা দলের মানসিকতা, চিন্তাধারা বদলাবে।

পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী দল নই। কী করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এই এশিয়া কাপে পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি। দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’

বিশ্বকাপে উন্নতি করতে হলে এশিয়া কাপ থেকে দলের চিন্তাধারায় পরিবর্তনের উপর জোর দিয়ে বিসিবি সভাপতি, ‘এশিয়া কাপ কিন্তু বিশ্বকাপের পর সবচেয়ে বড় আসর। আমাদের মাথায় যদি চিন্তাধারা থাকে আমরা উন্নতি করতে চাই আর এই চিন্তা যদি এশিয়া কাপ থেকে শুরু না করি তাহলে বিশ্বকাপে গিয়ে আরও খারাপ অবস্থা হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে