বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১০:০১:৪৮

বাংলাদেশ হেরে গেলেও নিজেদের প্রমাণ করেছেন দুই নতুন মুখ

বাংলাদেশ হেরে গেলেও নিজেদের প্রমাণ করেছেন দুই নতুন মুখ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের করুণ পরাজয়ের জন্য নানা কারণ বেরিয়ে এসেছে। ক্রিকেটপ্রেমীদের সমালোচনায় বিদ্ধ কোচ হাথুরেসিংহে।

চালাকির মূল নায়ক এই হাথুরু। সে প্রসঙ্গে পরে আসি। অভিষেক হওয়া ক্রিকেটারদের নিয়ে এবারের লেখনি। দলের নতুন কিপার সোহানকে সিরিজের তৃতীয় ম্যাচেই ব্যাট হাতে মূল হায়িত্ব পালনে দেখা যায়।

সোহানের সাথে ব্যাট করেন মুক্তার আলী। ৬ষ্ঠ উইকেট জুটিতে ৩১ বলে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় পাহাড়সম ৮১ রানের। এই রানতাড়া করে দলকে জয় এনে দিতে পারেনি দুই নতুন মুখ।

তবে নিজেদের প্রমাণ করতে পেরেছে তারা। দুইজনের অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সোহান ১৭ বলে করেন ৩০ রান। অন্যদিকে মুক্তার আলী ১৫ বলে করেন ১৯ রান।

এই জুটিতে আসে ৪৯ রান। সাব্বির রহমান চেনা তুরুপের তাস। দেশের পরীক্ষিতদের মধ্যে একমাত্র সাব্বির স্বাভাবিক ক্রিকেট উপহার দিয়েছে। ৩২ বলে ৫০ রান করেছেন তিনি।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানটা নতুন মুখ সোহানের। এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কেবল সোহান ও মুক্তার আলীর লড়াই গড়ে তোলার চেষ্টা। ম্যাচ শেষে ৩১ রানে বাংলাদেশ পিছিয়ে থাকলেও ভক্তদের স্বান্তনা যেন দিচ্ছে এই দুই নতুন মুখের শান্ত শিষ্ট ক্রিকেট লড়াই।
২১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে