রবিবার, ২১ আগস্ট, ২০২২, ১২:৫৯:৩২

হ্যারি কেইন গড়লেন নতুন এক রেকর্ড

হ্যারি কেইন গড়লেন নতুন এক রেকর্ড

স্পোর্টস ডেস্ক : একমাত্র গোল করে দলকে জেতালেন হ্যারি কেইন, সেই সঙ্গে সের্হিয়ো আগুয়েরোর রেকর্ড ভেঙে গড়লেন নতুন এক রেকর্ড। প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে এখন সবচেয়ে বেশি গোল কেইনের। ঘরের মাঠে স্বাগতিকদের  দুর্দান্ত ম্যাচ উপহার দিলেন ইংলিশ অধিনায়ক।

শনিবার ঘরের মাঠে উলভসকে ১-০ গোলে হারিয়েছে টটেনহাম।

ম্যাচের একমাত্র গোলটি করেছেন হ্যারি কেইন। ম্যাচের ৬৪ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় স্বাগতিকরা। ইভান পেরিসিকের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন কেইন।  

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামের জার্সিতে এটি তার ১৮৫তম গোল। ম্যানচেস্টার সিটির জার্সিতে সের্হিয়ো আগুয়েরোর করা ১৮৪ গোল টপকে প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে এখন সবচেয়ে বেশি গোল হ্যারি কেইনের। ১৮৩ গোল নিয়ে এই তালিকার তিনে আছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েইন রুনি।  

ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ মৌসুম ধরে টটেনহামের জার্সিতে খেলছেন হ্যারি কেইন। লম্বা এই ক্যারিয়ারে ২৮২ ম্যাচ খেলে করেছেন ১৮৫ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে স্পার্সদের হয়ে ২৫০ গোল স্পর্শ করলেন কেইন। অবশ্য এখনো টটেনহামকে লিগ শিরোপা জেতাতে পারেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে