শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ০২:৫৮:১৩

বড় দুঃসংবাদ ২০২৬ বিশ্বকাপ নিয়ে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য

বড় দুঃসংবাদ ২০২৬ বিশ্বকাপ নিয়ে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপ মানেই আলোচনার কেন্দ্র বিন্দুতে ব্রাজিল। কারণ, টুর্নামেন্টটির সর্বোচ্চ চ্যাম্পিয়ন সেলেসাওরা। প্রতিবারের মতো আসন্ন ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করবে ব্রাজিল। ভিনি, রাফিনিয়া, রদ্রিগোদের মতো তারকাদের নিয়ে বড় কিছু করার পরিকল্পনা করছেন কোচ আনচেলত্তি। সেই সঙ্গে দলের সঙ্গে যুক্ত হতে পারে নেইমার জুনিয়রও।

তাই নিশ্চিতভাবেই বলা যায় ব্রাজিলের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হুমড়ি খেয়ে পড়বে ফুটবল ভক্তরা। কিন্তু বিশ্লেষকদের মতে আসন্ন বিশ্বকাপে স্টেডিয়ামে ব্রাজিল ভক্তদের শংকট দেখা দিতে পারে। যার মূল কারণ, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বর্তমান কূটনৈতিক সম্পর্ক।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে সাম্প্রতিক সময়ে চলমান রাজনৈতিক টানাপোড়েনের ফলে ব্রাজিলীয় সমর্থকদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। 

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলীয় নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছেন। যা বিশ্বকাপ চলাকালীন সময়েও কার্যকর থাকতে পারে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এরইমধ্যে ওয়াশিংটনে সফররত ব্রাজিলীয় সিনেটরদের সীমিত মেয়াদের ভিসা দেওয়ার ঘটনাও ঘটেছে, যা এই জটিলতার ইঙ্গিত দিচ্ছে। এ নিয়ে পর্যন্ত ফিফা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে ফুটবল অঙ্গনে।

এমন পরিস্থিতিতে নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া-অ্যালিসনদের মতো তারকা খেলোয়াড়দের মাঠের লড়াই ব্রাজিলীয় সমর্থকদের সরাসরি দেখা অনিশ্চিত হয়ে পড়েছে। 

উল্লেখ্য, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ব্রাজিলীয় পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। এতে দুই দেশের সম্পর্কে আরও শীতলতা এসেছে বলে মত কূটনৈতিক মহলের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে