বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১০:২২:৩২

নেইমার ভেলকিতে বার্সার উড়ন্ত জয়

নেইমার ভেলকিতে বার্সার উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক: মেসি-সুয়ারেজের অনুপস্থিতে ক্লাব বার্সাকে উড়ন্ত জয় এনে দিলেন ব্রাজিলীয়ান প্রাণ ভোমরা নেইমার।

বুধবার রাতে আথলেতিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে তার দল। আর এতে স্প্যানিশ কাপের সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে তারা।

ম্যাচের শুরুতে দু’দলের সমান আধিপত্য দেখালেও ধীরে ধীরে বল নিয়ন্ত্রণে নেয় ক্লাব বার্সা। ১৫ মিনিটে নেইমারের উঁচু শট লাফিয়ে ফিস্ট করে কর্নারের বিনিমযে ঠেকান গোলরক্ষক।

অষ্টাদশ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মুনির। মেসির অনুপস্থিতিতে তাকে নামানো হয়েছিল। ডান দিক থেকে রাকিতিচের দারুণ ক্রসে পা বাড়িয়ে গোল করেন তিনি।

এর পর ২৪তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়দের ভুলে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। লাপোর্তের ভুলে বল চলে যায় তার কাছে। গোলরক্ষক এররেরিন এগিয়ে এসেও বল বিপদমুক্ত করতে না পারায় গোলপোস্ট হয়ে পরে অরক্ষিত। ফাঁকা জালে কেবল বলটা পাঠাতে হয় নেইমারকে।

দ্বিতীয়ার্ধে খেলার সৌন্দর্য নষ্ট হয়ে যায় দুই দলের খেলোয়াড়দের ফাউল করে খেলায়। হাস্যকর ব্যাপার হলো পুরো ম্যাচে দুই দলের নয় জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচের ৮৯তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে গোল করে স্বাগতিক শিবিরে খানিকটা আশা জাগান ফর্মে থাকা ফরোয়ার্ড আদুরিস।

যোগ করা সময়ে সমতায় ফেরার সহজ সুযোগ নষ্ট করে আথলেতিক। সাবিনের শট কোনোমতে ফিস্ট করে কর্নারের বিনিময়ে ঠেকান বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন।

২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে