বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১০:৫১:৩৮

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচিতে দেখে নিন টাইগারদের কখন কোথায় ম্যাচ

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচিতে দেখে নিন টাইগারদের কখন কোথায় ম্যাচ

স্পোর্টস ডেস্ক : হাতে একদম সময় নেই। আসছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জমকালো আসর। লক্ষ্য যখন বিশ্বকাপের শিরোপা তখন নিজেদের ক্রিকেট সামর্থ্যর উপর শান দিচ্ছে প্রতিটি টিম।

সম্প্রতি এই আসরের সময়সূচি ঘোষণা করে আইসিসি। ২০১৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচিতে ফের দেখে নিন টাইগারদের কখন কোথায় ম্যাচ-

গ্রুপ পর্বের প্রথম রাউন্ড
গ্রুপ-এ: বাংলাদেশ, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও হংকং

গ্রুপ-বি: জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, হংকং ও আফগানিস্তান

প্রথম রাউন্ড (কোয়ালিফায়ার)
তারিখ     ম্যাচ                                    ভেন্যু
৮ মার্চ     জিম্বাবুয়ে-হংকং , স্কটল্যান্ড-আফগানিস্তান    নাগপুর

৯ মার্চ     বাংলাদেশ-নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড-ওমান  ধর্মশালা

১০ মার্চ     স্কটল্যান্ড-জিম্বাবুয়ে,   হংকং-আফগানিস্তান    নাগপুর
                                                   
১১ মার্চ     নেদারল্যান্ডস-ওমান,  বাংলাদেশ-আয়ারল্যান্ড  ধর্মশালা
    
১২ মার্চ     জিম্বাবুয়ে-আফগানিস্তান,  স্কটল্যান্ড-হংকং      নাগপুর
    
১৩ মার্চ     নেদারল্যান্ডস-আয়ারল্যান্ড,  বাংলাদেশ-ওমান   ধর্মশালা
    

সুপার টেন গ্রুপিং

গ্রুপ-১: শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও প্রথম রাউন্ড গ্রুপ-এ চ্যাম্পিয়ন

গ্রুপ-২: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ড গ্রুপ-বি চ্যাম্পিয়ন

 
সুপার টেন
তারিখ       ম্যাচ                     ভেন্যু
১৫ মার্চ      নিউজিল্যান্ড-ভারত     নাগপুর
১৬ মার্চ     ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড,         মুম্বাই
                 পাকিস্তান-কোয়ালিফায়ার এ    কলকাতা
                                                               
১৭ মার্চ     শ্রীলঙ্কা-কোয়ালিফায়ার বি    কলকাতা
১৮ মার্চ     অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড,     ধর্মশালা
                 দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড     মুম্বাই
    
১৯ মার্চ     ভারত-পাকিস্তান         ধর্মশালা
২০ মার্চ     দক্ষিণ আফ্রিকা- কোয়ালিফায়ার বি   মুম্বাই
                 শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ                 বেঙ্গালুরু
    

২১ মার্চ     অস্ট্রেলিয়া- কোয়ালিফায়ার     বেঙ্গালুরু
২২ মার্চ     নিউজিল্যান্ড-পাকিস্তান     মোহালি
২৩ মার্চ     ইংল্যান্ড-কোয়ালিফায়ার বি      দিল্লি
                 ভারত-কোয়ালিফায়ার এ        বেঙ্গালুরু
    

২৫ মার্চ     পাকিস্তান-অস্ট্রেলিয়া             মোহালি
                 দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ   নাগপুর
    

২৬ মার্চ     কোয়ালিফায়ার এ-নিউজিল্যান্ড  কলকাতা
                  ইংল্যান্ড-শ্রীলঙ্কা                  দিল্লি
    

২৭ মার্চ     ভারত-অস্ট্রেলিয়া                  মোহালি
                 ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার বি  নাগপুর
    

২৮ মার্চ     দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা            দিল্লি
৩০ মার্চ     প্রথম সেমিফাইনাল                দিল্লি

৩১ মার্চ     দ্বিতীয় সেমিফাইনাল       মুম্বাই
৩ এপ্রিল     ফাইনাল                        কলকাতা
২১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে