বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১০:৫৪:১১

ফুটপাতের হোটেলে মাশরাফিদের সকালের নাস্তা

ফুটপাতের হোটেলে মাশরাফিদের সকালের নাস্তা

স্পোর্টস ডেস্ক: অতিথি জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজ উপলক্ষ্যে টাইগার দল এখন খুলনায়। সেখানকার স্থানীয় একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন তারা। সেখানে বাধা নিয়ম থেকে বৃহস্পতিবার সকালটাকে একটু ভিন্নভাবে কাটিয়েছেন মাশারাফি-তাসকিনরা।

স্ব-দল বলে নাস্তা করতে চলে যান অবস্থান করা হোটেলের পাশে ফুটপাতের একটি রেস্টুরেন্টে। আর সেখানে সারিয়ে ফেলেন সকালের নাস্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড দিয়ে টাইগারদের লাখো-কোটি ভক্তদের এমনটাই জানান দিল দানব পেসার তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লেখেন, ‘ব্রেকফাস্ট আউট সাইট চিপা গলি।’  ছবিতে ড্যাশিং ব্যাটসম্যান তামিম, অধিনায়ক মাশরাফি ও সদ্য জাতীয় দলে অভিষেক হওয়া শাওনকে দেখা যায়।

প্রসঙ্গত, এরমধ্যে চার ম্যাচ সিরিজের তিনটি ম্যাচ শেষ করেছে টাইগাররা। তার মধ্যে দু’টিতে বাংলাদেশ ও অপর একটিতে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। এখন সফরকারীদের টার্গেট যে কোন মূল্যে সিরিজ সমতায় ফেরা। আর স্বাগতিক বাংলাদেশ চায় গত বছরের ধারা অব্যহত।

২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে