স্পোর্টস ডেস্ক: গত সোমবার বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দলের খেলোয়াড়দের ক্লাবে অন্তর্ভূক্ত করা নিয়ে এক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এর পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।
সোমবার বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি ফাইনালের খেলা শেষ হওয়া মাত্রই শেখ জামাল তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিতে হানা দেয় জাতীয় দলের অবস্থানরত হোটেল পূর্বানীতে। এর পরিপ্রেক্ষিতেই জাতীয় দলের খেলোয়াড়রা নিরাপত্তাহীনতার কারণে মঙ্গলবার দুপুর ১২টায় হোটেল ছেড়ে দেয়। তবে তারা বাসায় ফিরতে পারেননি। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অবস্থান নিচ্ছেন।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর