স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে-বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামা হয়নি তামিম ইকবালের। এই ম্যাচে বাংলাদেশের হেরে যাওয়ার আক্ষেপটা তারও।
এবার এই তামিমের ধুন্ধুমার ব্যাটিংয়ে বাংলাদেশের জন্য উড়ে এল বড় ধরনের সুখবর। অবাক হওয়ার মত তথ্য দিয়েছে ইএসপিএনন। বিশ্বের গ্রেট গ্রেট ক্রিকেটারদের নাকি অতিক্রম করেছেন তামিম ইকবাল।
ইসএপিনের ২০১৫ সালের সেরা ক্রিকেটারদের তালিকায় বিশ্বের গ্রেট গ্রেট ক্রিকেটারদের রুখে দিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের জন্য বিরাট একটি সুখবরই বয়ে আনলেন চট্টলার ক্রিকেট বীর তামিম ইকবাল।
২০১৫ সালে টেস্ট ক্রিকেটে দাপট ছিল তামিম ইকবালের। তামিম রুখে দিয়েছেন ইংল্যান্ডের জো রুট, অজি অধিনায়ক স্টিভেন স্মিথ, শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল ও পাকিস্তানের ইউনুস খানের মত ক্রিকেটারকে।
তামিম ইকবাল এদেরকে অতিক্রম করে যায়গা পেয়েছেন সেরা তিনে। এক নম্বরে উঠে আসেন কয়েকদিন আগে আইসিসিতে নাম্বার ওয়ান ক্রিকেটার হওয়া কিউ ব্যাটসম্যান কেন ইউলিয়ামসন।
দুই নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টেস্ট ম্যাচে পাকিস্তানের স্বপ্ন রুখে দেন তামিম ইকবাল।
যেখানে ২৪ চার ও ৭ ছক্কায় তামিম খেলেন ২৭৮ বলে ২০৬ রানের ম্যাচ বাঁচানো ইনিংস। শুধু এটাই নয় ইমরুল কায়েসকে নিয়ে দেশের সর্বোচ্চ ৩১২ রানের ওপেনিং জুটি গড়েন তামিম ইকবাল।
২০১৫ সালে টেস্টে টানা দুটি সেঞ্চুরিও রয়েছে তামিমের। এর কীর্তিটা তামিম ইকবালকে দিয়েছে ইসএসপিন। ২০১৫ সালে টেস্টে দুর্দান্ত খেলে আসা কেন ইউলিয়ামসনকে চিনতে মোটেই কষ্ট হয়নি প্রতিষ্ঠানটির।
২০১৫ সালে শ্রীলঙ্কাকে একটি ম্যাচে চরম লজ্জা দেয় নিউজিল্যান্ড। ওয়েলিংটনের ওই ম্যাচে কেন ইউলিয়ামসন করেন ২৪২ রান। প্রথম তিন জনের পরে সেরাদের তালিকায় রয়েছেন জো রুট, স্টিভেন স্মিথ, দীনেশ চান্দিমাল ও পাকিস্তানের ইউনুস খান।
২১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর