বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১২:০৭:৪২

বার্সা ছাড়ার প্রশ্নে ‘দ্বিমত’ মেসি

বার্সা ছাড়ার প্রশ্নে ‘দ্বিমত’ মেসি

স্পোর্টস ডেস্ক: কিছুদিন পর পরই গুজব রটে ক্লাব বার্সা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে এবার সাফ জানিয়ে দিলেন, বার্সেলোনা ছেড়ে ইউরোপের অন্য কোন ক্লাবে খেলবেন না তিনি।

সম্প্রতি রির্পোটে এসেছে ম্যানচেস্টার সিটি মেসিকে নিতে জোর তৎপরতা চালাচ্ছে। এমনকি তাকে চুক্তিবদ্ধ করতে ওই দৌঁড়ে প্যারিস সেন্ট জার্মেইনও (পিএসজি) সামিল হয়েছে। তবে  বার্সার এই প্রাণ ভোমরা বলেন যে, ‘ইউরোপের ক্যারিয়ারের অবসর ঘটাবেন বার্সাতেই।  আমি সব সময় বলে আসছি যে, বার্সেলোনাই হচ্ছে আমার ঠিকানা। এই ক্লাব থেকেই আমি অবসরে যেতে চাই। ইউরোপের ক্যারিয়ারে আমি কখনো অন্য কোন ক্লাবে খেলবো না।’

তবে আর্জেন্টিনায় খেলতে আগ্রহ প্রকাশ করেন তিনি। কারণ হিসেবে বলেন, ‘আমি যখন খুবই ছোট ছিলাম তখনই দেশ ছেড়ে এসেছি। তাই আমি দেখতে চাই আর্জেন্টিনায় খেলতে কেমন লাগে। ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে। তবে আমার চাওয়া নিয়ে কোন ধরনের সন্দেহের অবকাশ নেই। আর আমি চাই বার্সেলোনায় থাকতে।’

প্রসঙ্গত, আগামী ২০১৮ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকার চুক্তি রয়েছে কোচ এনরিকের এই দুর্বার সৈনিকের।

২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে