বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০১:২১:০৩

অবশেষে জানা গেল জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফিদের হেরে যাওয়ার আসল কারণ

অবশেষে জানা গেল জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফিদের হেরে যাওয়ার আসল কারণ

স্পোর্টস ডেস্ক : কেন জিম্বাবুয়ের বিপক্ষে এমন হার বাংলাদেশের? নিছক কোনো কারণ না থেকে পারে না। আর এই ধরনের আশঙ্কাই সত্যি হলো।
অবশেষে মাশরাফির মুখ ফসকে বের হলো জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়ার আসল কারণ।

বিসিবির পরীক্ষা নিরীক্ষা ও জাতীয় দলের কোচের অতিরিক্ত হস্তক্ষেপের বিষয়টি বেশ আলোচনায় আসে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হেরে যাওয়ার কারণ হিসাবে।

মাশরাফি বিণ মুর্তজা বলেছেন, আমাদের এমনভাবে হেরে যাওয়ার জন্য বৃষ্টিই মুলত: দায়ী। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমরা টস জিতলে ব্যাটিং নিতে ভুল করতাম না।

ম্যাচ শুরুর আগে বৃষ্টি হয়। বৃষ্টি উইকেটকে ব্যাটিং পিসে পরিণত করে। মাশরাফি বলেন, মাঠ ভেজা থাকার কারণে ফিল্ডিং করতে সমস্যা হয়। একদিকে উইকেট বান্ধব পিস ও মাঠের কারণে ব্যাটিংয়ে সাফল্য পায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ব্যাট করার কয়েক ওভার পরে আবার গুড়িগুড়ি বৃষ্টি হয়। এতেও বাড়তি সাফল্য পায় জিম্বাবুয়ে। মাশরাফির মতে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে বাড়তি সাফল্য পেলেও পিস স্বাভাবিক হয় বাংলাদেশের সময়।

জিম্বাবুয়ে ১৮৭ রানের সংগ্রহ দাঁড় করে। এটা বেশি হয়ে যায় বাংলাদেশের জন্য। বাংলাদেশ ১৫৬ রান করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। প্রসঙ্গত, তৃতীয় ওয়ানডেতে ৮ জন ব্যাটসম্যান নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

এই আটজনের মধ্যে কিন্তু মাশরাফিও নেই। এরপরেও হেরে যায় বাংলাদেশ। আর বাংলাদেশের হেরে যাওয়ার বোলারদের রান দেয়াটাই দায়ী। মাশরাফি বিন মতুর্জা এই রান বেশি দেয়ার জন্য বৈরী আবহাওয়াকে দায়ী করেন। আবু হায়দার রনি বিপিএলে দুর্দান্ত বল করেন বৃষ্টিভেজা পিসে সেই বোলিংয়ের কোনো লক্ষণই ছিল না এদিন।
২১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে