আরিফুর রাজু: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে শুরু থেকেই নিজেকে প্রমাণ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ উঠতি তারকা সাব্বির রহমান রুম্মন। সিরিজের শুরু থেকে খুলনার বৈরি আবহাওয়ায় গরম বাষ্প ছড়াচ্ছেন রাজশাহীর এই অলরাউন্ডার। সিরিজের প্রথম ম্যাচে ৪৬ রানের এক ঝকঝকে ইনিংসের পর দ্বিতীয় (৪৩*) ও তৃতীয় ম্যাচে (৫০) প্রমাণ দিলেন কতটা রান ক্ষুদা ভুগছেন তিনি। বল হাতেও বুঝিয়ে দিলেন কিছুদিনের মধ্যেই বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে চ্যালেঞ্জে লড়তে প্রস্তুত তিনি।
২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারিতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ ম্যাচ অভিষেকের পর থেকে ধীরে ধীরে নির্বাচকদের নজরে আসতে থাকেন সাব্বির।
তবে সাব্বিরের একটাই কথা দেশের জন্য খেলেন তিনি, জয়ের জন্য খেলেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনটাই লেখেন, ‘আসসালামু আলাইকুম।আমরা সবাই সব সময় দেশের জন্য খেলি এবং জয়ের জন্য খেলি। আমরা চায় নতুন বছরে নতুন একটি ট্রফি আপনাদের উপহার দিতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, এ পর্যন্ত ২৩ টি ওয়ানডে, ১৩ টি স্বল্প আসরের টি২০ খেলার সুযোগ হয়েছে সাব্বিরের।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর