স্পোর্টস ডেস্ক: আজ হাঁটবো, কাল দৌঁড়াবো' এ স্লোগানে শনিবার বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথন।
দেশে প্রথমবারের মতো এ উদ্যোগ নিয়েছে এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার।
এর আগে ডিসেম্বর মাস জুড়ে দেশের আটটি বিভাগে বিভাগীয় স্কাই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। পুরো ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে টপ অব দ্য ওয়ার্ল্ড।
শনিবার সকাল ৮টায় বান্দরবানের রুমা সড়কের ওয়াই জংশন থেকে শুরু করে বান্দরবার শহরে এসে শেষ হবে স্কাই ম্যারাথন। টোটাল ২১.১ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তাদের। ম্যারাথন শেষে বিকেল ৪টায় বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পিঠা উৎসব, আতশবাজি প্রজ্জ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দিনব্যাপি এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেণ শিকদার। ম্যারথন উদ্বোধন করবেন ৬১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান পিএসসি।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর