বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৩:২৯:১৭

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে দুই ক্রিকেটারকে দলে নিতে বলেন পাপন

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে দুই ক্রিকেটারকে দলে নিতে বলেন পাপন

স্পোর্টস ডেস্ক :  জাতীয় দলের কোচের প্রতি অসন্তুষ্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন আনায় ক্ষুব্ধ তিনি।
 
তৃতীয় টি-২০র পর চতুর্থ টি-টোয়েন্টি নিয়ে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের দল নিয়েও চিন্তা নাজমুল হাসান পাপনের। বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচ এখন চতুর্থ ম্যাচটি।

এই ম্যাচে দলে নেয়া হতে পারে মুস্তাফিজুর রহমানকে। নাজমুল হাসান পাপন হাথুরুকে পরামর্শ দিয়েছেন তামিম ইকবালকেও দলে নেয়ার জন্য। তামিমকে দুটি ম্যাচে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেন কোচ হাথুরে।

তাতে অসন্তুষ্ট পাপন। জিম্বাবুয়েকে শেষ ম্যাচে কোনঠাসা করার জন্য আরাফাত সানিকে দলে নেয়ার জন্যও বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

খুলনায় পাপন গণমাধ্যমকে বলেছেন, বড় রানের টার্গেট তাড়া করার জন্য প্রয়োজন অভিজ্ঞ ব্যাটসম্যানদের। বুধবার দলে মুশফিকের প্রয়োজন ছিল বলেও জানান তিনি।

শেষ ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নামার আগাম নির্দেশনা দিয়েছেন নাজমুল হাসান পাপন।
২১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে