বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৩:৫৭:৪১

রানাকে ভুলতে পারেননি ডেভ হোয়াইটমোর

রানাকে ভুলতে পারেননি ডেভ হোয়াইটমোর

আরিফুর রাজু:  মানজারুল ইসলাম রানাকে বলতে হয় বাংলাদেশ ক্রিকেটের একটি অংশ। পৃথিবীর মায়া ত্যাগ করলেও সবার মনকোঠায় এখনো বিশাল অংশ জুড়ে জায়গা দখল করে আছেন তিনি।

২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় রানার। বর্তমান বাংলাদেশে সফররত জিম্বাবুয়ের কোচ ডেভ হোয়াটমোর তাঁর বাঁ-হাতি স্পিন বোলিং ও লেট অর্ডারের ব্যাটিংয়ের যথেষ্ট ভক্ত ছিলেন। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর বোলিং বাংলাদেশের সিরিজ জয়ে দারুণ অবদান রাখে। ২০০৬ সাল পর্যন্ত দলে নিয়মিত হলেও ২০০৭ সালের বিশ্বকাপের আগে তিনি দলে অনিয়মিত হয়ে পড়েন। তাই তাকে জাতীয় দলের স্কোয়াড়ে বিবেচনা করা হয়নি। বিশ্বকাপ খেলতে প্রিয় সতীর্থরা সবাই ত্রিনিদাদ গেলেও তিনি দেশে থেকে যান এবং ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে খুলনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। আর সতীর্থরা ত্রিনিদাদে বসেই শোনেন এই মর্মান্তিক সংবাদ।

দিন গেল বেলা গেল, সেই ২০০৭  থেকে ২০১৬। নয় বছর পার হলো এরইমধ্যে। কিন্তু প্রিয় শিষ্যকে এখনো ভুলতে পারেননি টাইগার দলের তৎকালীন কোচ ডেভ হোয়াইটমোর। সম্প্রতি খুলনার কার্তিক ডাঙ্গায় মানজারুল ইসলাম রানার বাড়ি পরির্দশনে যান ডেভ। দল নিয়ে ব্যস্ত সময় কাটানো সত্ত্বেও তার মায়ের খোঁজ নিতে ছুঁটে যান তদের বাড়িতে।

এতে করে ডেভ হোয়াইটমোর প্রমাণ দিলেন তিনি কতটা ভালো মনের মানুষ। আর কতটা শিষ্য রানাকে ভালোবাসতেন। আসলে ভালোবাসা এমনই সময় ব্যস্ততা কিছু দিয়ে বেধে রাখা যায় না।

২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে