স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে তামিমকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছিল ইমরুল কায়েসকে। এছাড়া ম্যাচটিতে পাঁচটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তারমধ্যে চারজনেরই অভিষেক। তবে চতুর্থ ম্যাচে আবারো দু’টি পরিবর্তন আনা হচ্ছে দলে। একাদশে ফেরানো হচ্ছে দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল এবং আরাফাত সানিকে। বাদ দেয়া হচ্ছে দুই তরুণ- মোহাম্মদ শহীদ এবং মুক্তার আলিকে।
সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে লাল সবুজের টাইগার দল। সে লক্ষ্যেই আপাতত এই দুটি পরিবর্তনের কথা জানা যাচ্ছে টিম ম্যানেজমেন্টের সূত্র থেকে। এছাড়া আর কোন পরিবর্তন হবে কি না এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, তামিমেম স্থলে বিপিএল কাঁপানো ইমরুল ভিড়লেও পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেন তিনি।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর