স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে নেই। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ক্রিকেট খেলাকালীন স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন পাকিস্তানের এই গ্রেট ক্রিকেটার।
পাকিস্তানের ক্রিকেটার দানিশ ক্যানেরিয়াকে অজীবন নিষিদ্ধ করা হয় ক্রিকেট থেকে। অপরাধ প্রমাণ হওয়ার পর তাকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়।
এর পরে তার জীবনে ঘটে যায় নানা ঘটনা। আদালতের দরজায় অনেক গড়ানো হয়েছে পাকিস্তানের এই ক্রিকেটারের। কোন লাভ হয়নি। ক্রিকেটের উপর আজীবন নিষেধাজ্ঞা কাটেনি তার।
ক্যানেরিয়াকে নিয়ে খবর প্রকাশ করে ভারতের জি নিউজ। এই পত্রিকার খবরে বলা হয় ক্যানেরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আশ্রয় চেয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে কোচিংয়ের দায়িত্ব দিতে পারে।
পাকিস্তানের এই ক্রিকেটার বলেন, বিসিসিআই তাকে মুক্ত করতে পারে। খবরে বলা হয় পাকিস্তানের ক্রিকেট বোর্ড নাকি ক্যানেরিয়ার কোনো প্রস্তাবে সাড়া দেয় না। তাকে সহায়তা করে না।
ক্যানেরিয়ার ভাষ্য, জীবনে যে টাকা পয়শা আয় করেছি সব শেষ হয়ে যাচ্ছে। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড আমাকে বাঁচাতে পারে। ক্যানেরিয়া আক্ষেপ করে বলেছেন, আমি কি ভারতীয় ক্রিকেটারদের স্পিন শিখাতে পারিনা?
দিনেশ ক্যানেরিয়া চান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনহরের হস্তক্ষেপ কামনা করেন। ক্রিকেটে তার উপর যে আজীবন নিষেধাজ্ঞা রয়েছে সেটা উঠিয়ে দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড উদ্যোগ গ্রহন করুক!
২১ জানুয়ারি ২০১৬/এমটিনিউ২৪/হাবিব/এইচআর