স্পোর্টস ডেস্ক: ম্যাচে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছিল। হঠাৎ একটি বল গিয়ে লাগে উপস্থিত এক বল গার্লের মুখে। খুবই সেনসেটিভ স্থান হওয়াতে ব্যাথা পান মেয়েটি। তার কষ্ট দেখে কাছে ছুটে যান বর্তমান সময়ের টেনিস তারকা সোঙ্গা। এমনকি সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিমকেও ডাকতে দেখা যায় তাকে। মেডিক্যাল টিম আসার আগে সেই বল গার্লের হাত ধরে তাকে নিজেই নিয়ে যান সেদিকে।
ম্যাচ মাঠে সোঙ্গার এমন উদারতা দেখে হাততালিতে প্রকম্পিত হয় পুরো গ্যালারি। গ্যালারি থেকে উচ্চস্বরে সবাই তাকে বাহবা দিতেও ভুলেননি।
প্রসঙ্গত, ম্যাচটিতে জয় তুলে নেয় সোঙ্গা।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর