স্পোর্টস ডেস্ক : মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটে এসেছিল আইপিএল৷ গড়াপেটা কেলেঙ্কারি সহ উঠেছে আরও অনেক অভিযোগ৷ কিন্তু সব বাধা কাটিয়ে আবারও শুরু হতে চলছে নবম আইপিএল৷ কিন্তু এখানেই উঠেছে প্রশ্ন৷ কোটি টাকার এই কুড়ি-বিশের লড়াই হয় কেবল পুরুষদলের৷ দাবির পর আলোচনায় ধোনিদের সাথে নাকি আইপিএল খেলবেন মেয়েরাও!
যেখানে দেশ-বিদেশের পুরুষ ক্রিকেটাররাই অংশ নেন৷ আর এখানেই ক্ষোভ ভারতের মহিলা দলের অধিনায়ক মিতালি রাজের৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে এক বিবৃতিতে মহিলা ক্রিকেটারদের আইপিএল করার জন্যও সওয়াল করেছেন৷ তাঁর মতে এতে আখেরে ভারতের মহিলা ক্রিকেটেরই উন্নতি হবে৷
আসন্ন অস্ট্রেলিয় সফরে তিনটি টি-২০ ও দু’টি একদিনের ম্যাচ খেলতে যাওয়ার আগে ৩৩ বছর বয়সি মহিলা ক্রিকেটারটি জানান, প্রায়ই আমাকে লোকে জিজ্ঞাসা করে কবে মেয়েদের আইপিএল হবে৷
এটা কিন্তু খুব ভালো আইডিয়া মেয়েদের ক্রিকেটের প্রচারের জন্য৷ আশা করি আজ নয় কাল মেয়েদের কুড়ি-বিশের টুর্নামেন্টটি ভারতেও হবে৷ এর সঙ্গেই তিনি যোগ করেন,ভারতে অনুষ্ঠিত আসন্ন টি-২০ ওয়ার্ল্ড কাপে ভালো ফল করতে পারলে হয়তো ভারতে মহিলা ক্রিকেটারদের আইপিএলও শুরু হতে পারে৷
এরপর মিতালি বলেন,‘তিন-চার বছর আগে হলে আমি আইপিএলের কথা বলতাম না৷ কিন্তু এটাই সঠিক সময় আইপিএলের মাধ্যমে ভারতে মেয়েদের ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার৷
ঠিক যেমনটা অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের মাধ্যম্যে হচ্ছে৷ প্রসঙ্গত, মিতালি রাজ ও ঝুলন গোস্বামীকে মেয়েদের বিগব্যাশে খেলার জন্য অফারও করা হয়েছিল৷ কিন্তু ঘরোয়া টুর্নামেন্টের জন্য তারা যাননি৷-আনন্দবাজার
২১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর