স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল মানে ক্রিকেট মাঠে ব্যাট হাতে ধন্ধুমার চার-ছয়। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও নিজেকে চেনাতে বিন্দুমাত্র ভুল করেননি তিনি। এক কথায় ভারতীয় বোলারদের জমদূতে পরিণত হয়েছেন চলতি সিরিজে।
তবে এবার ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ পঞ্চম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলতে মাঠে নামতে পারবেন না ম্যাক্সওয়েল। পায়ে চোট পাওয়াতে শেষ ম্যাচে মাঠে নামা হবে না তার। প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচ থেকেই উজ্বল ছিলেন অস্ট্রেলিয়ান এই গ্রেট তারকা।
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে এরইমধ্যে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তাই হোয়াইটওয়াশের লজ্জার সামনে ভারত। ২৩ জানুয়ারি শনিবার সিডনিতে অজিদের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর