স্পোর্টস ডেস্ক: সেলিম মালিক। যার নামের সঙ্গে জুড়ে আছে ফিক্সিং কাণ্ড। কিন্তু তিনিই পাকিস্তানের অন্যতম কিংবদন্তী ব্যাটিং। অথচ ম্যাচ পাতানোর অভিযোগে আজীবনের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেলিম তিনি।
তবে ম্যাচ ফিক্সিং নিয়ে ক্রিকেটে আবারও শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এবার তবে শুধু ক্রিকেট নিয়ে নয়, বরং ম্যাচ ফিক্সিং ছড়িয়ে পড়েছে ফুটবল-টেনিসেও। এই কাণ্ড দেখে নিজের অভিজ্ঞতা থেকে মালিক বলছেন, খেলাধুলার নিষ্কলুষ পৃথিবীটাকে দুর্নীতির শেকড় এমনভাবে ছড়িয়ে পড়েছে, আর কোনো দিনই তা সমূলে উৎপাদন করা সম্ভব না।
মালিকের ব্যাখ্যা, ‘ক্রিকেট থেকে বিভিন্ন অপরাধ ও দুর্নীতি কমিয়ে আনা যেতে পারে, কিন্তু পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না কখনোই। কারণ, দ্রুত টাকা কামানোর লক্ষ্যে যারা খেলাটিতে এসেছে, তাঁরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল আবিষ্কার করছে। এই নতুন কৌশলের মাধ্যমে এই লোকগুলোই ক্রিকেটার ও অন্যান্যদের লোভী বানিয়ে দেয়।’
সূত্র: পিটিআই।
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল