বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৭:৪২:৪৫

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের তালিকা প্রকাশ

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক: মেসির বার্সেলোনা নাকি রোনালদোর রিয়াল মাদ্রিদ, পৃথিবীর সবচেয়ে ধনী ক্লাব কোনটি? সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে ধনী ১০টি ক্লাবের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক একাউন্টেন্ট ফার্ম ডেলোয়েটের।

ওই গবেষণা প্রতিবেদনে দেখা যাচ্ছে, টানা এগারো বারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের খেতাব জিতেছে রোনালদোর রিয়াল মাদ্রিদ। স্পেনের এই ক্লাবটির ২০১৪-১৫ অর্থ বছরে আয় ছিল ৫৭ কোটি ৭০ লাখ ইউরো।

অপরদিকে, এ রানার্সআপ হয়েছে গত মৌসুমে ট্রেবল জেতা মেসির বার্সেলোনা। বার্সার আয় ৫৬ কোটি ৮ লাখ ইউরো। গত বছরের তুলনায় ক্লাবটির আয় বেড়েছে ৭ কোটি ৬০ লাখ ইউরো।

গতবারের রানার্সআপ ইউনাইটেড এবার এক ধাপ নিচে নেমে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির আয় ৫১ কোটি ৯৫ লাখ ইউরো।

দুই ধাপ নেমে গিয়ে বায়ার্ন মিউনিখ এবার আছে পঞ্চম স্থানে। তাদের আয় ৪৭ কোটি ৪০ লাখ ইউরো।

চতুর্থ স্থানে ৪৮ কোটি ৮ লাখ ইউরো নিয়ে অবস্থান করছে পিএসজি।

সবচেয়ে ধনী ১০ ফুটবল ক্লাব:

১. রিয়াল মাদ্রিদ (স্পেন) ৫৭ কোটি ৭০ লাখ ইউরো
২. বার্সেলোনা (স্পেন) ৫৬ কোটি ৮ লাখ ইউরো
৩. ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড) ৫১ কোটি ৯৫ লাখ ইউরো
৪.  পিএসজি (ফ্রান্স) ৪৮ কোটি ৮ লাখ ইউরো
৫. বায়ার্ন মিউনিখ (জার্মানি) ৪৭ কোটি ৪০ লাখ ইউরো
৬. ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড) ৪৬ কোটি ৩৫ লাখ ইউরো
৭. আর্সেনাল (ইংল্যান্ড) ৪৩ কোটি ৫৫ লাখ ইউরো
৮. চেলসি (ইংল্যান্ড) ৪২ কোটি ইউরো
৯. লিভারপুল (ইংল্যান্ড) ৩৯ কোটি ১৮ লাখ ইউরো
১০. ইউভেন্তুস (ইতালি) ৩২ কোটি ৩৯ লাখ ইউরো
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে