বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৭:৫৭:০৪

শেষ ম্যাচে বাংলাদেশ দলে দুই পরিবর্তন!

শেষ ম্যাচে বাংলাদেশ দলে দুই পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে মাশরাফিরা হয়তো একটু বেশিই পরীক্ষা করে ফেলেছিলেন। চূড়ান্ত একাদশে পাঁচ নতুন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করার শাস্তিও অবশ্য পেয়েছেন তারা।

বুধবারের ওই ম্যাচে টাইগার বাহিনী ৩১ রানের বিশাল ব্যবধানে হেরেছে। এরপরই বিতর্কটা শুরু হয়েছে।
আর সে কারণেই সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে পরীক্ষা-নিরীক্ষাতে একটু সীমাবদ্ধতা নিয়ে আনতে যাচ্ছে বাংলাদেশ। সে কারণে একাদশে ফেরানো হচ্ছে দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল এবং আরাফাত সানিকে। বাদ দেয়া হচ্ছে দুই তরুণ- মোহাম্মদ শহীদ এবং মুক্তার আলিকে।

তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবালকে বসিয়ে রেখে পরীক্ষার জন্য নেয়া হয়েছিল ইমরুল কায়েসকে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দারুন ব্যাটিং করেছিলেন ইমরুল। সে কারণে, জাতীয় দলে টি-টোয়েন্টি ওপেনার হিসেবে তিনি কেমন করেন, সেটা দেখে নেয়াই ছিল উদ্দেশ্য।

অপরদিকে পেসার মোহাম্মদ শহিদও নজর কাড়তে সক্ষম হননি। মুক্তার আলিও ছিলেন, মাশরাফির ভাষায় ‘নট আপ টু দ্য মার্ক’। সুতরাং, এই দুই তরুণকে বাদ দিয়ে দলে ফেরানো হলো দুই অভিজ্ঞ তামিম এবং আরাফাত সানিকে। সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা।
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে