বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৮:২২:০৮

খুলনায় শেষ ম্যাচের টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড

খুলনায় শেষ ম্যাচের টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড

খুলনা: সফররত জিম্বাবুয়ের সঙ্গে স্বাগতিক বাংলাদেশের চলতি সিরিজের শেষ টি২০ ম্যাচটি দারুণ এক ফাইনালে পরিণত হয়েছে। বাংলাদেশ প্রথম দুটি ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচটি জিতে জিম্বাবুয়ে। তাই শেষ ম্যাচে জিম্বাবুয়ে সিরিজ সমতার লক্ষ্যে লড়বে জিম্বাবুয়ে অন্যদিকে সিরিজ জেতার লক্ষ্যে লড়বে বাংলাদেশ।  

জমজমাট এই ম্যাচটি মাঠে বসে দেখার জন্য খুলনাবাসীর আগ্রহের একটু কমতি নেই। প্রতিটি ম্যাচেই গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। প্রয়োজনের তুলনায় টিকিট কম থাকায় প্রতিটি ম্যাচের আগের দিনই ঘটছে নির্ধারিত ব্যাংকগুলোর সামনে বিশৃঙ্খলা। আগের দিনগুলোর চেয়ে বৃহস্পতিবার একটু বেশীই হলো লঙ্কাকাণ্ড।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ও শেষ টি২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। আর এই ম্যাচকে ঘিরে খুলনার ইউসিবি ব্যাংকের সামনে সকাল থেকেই ছিল টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। দুপুরের দিকে শেষ হয়ে যায় টিকিট বিক্রি। তখন অপেক্ষায় অনেকে। চৌদ্দহাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে টিকিট না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে দর্শকেরা। তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে ব্যাংকের দিকে। পরিস্থিত সামাল দিতে আসে পুলিশ। করা হয় হালকা লাঠিচার্জ। এরপর টাইগার সমর্থকরা যেন আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। চলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি করলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। ইটের আঘাতে ব্যাংকের এক কর্মকর্তা আহত হয়েছেন। তার পরিচয় অবশ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে