স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে শুরু হতে যাওয়া আসন্ন এশিয়া কাপ ও ভারতের মাটিতে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
প্রথমিক দলে ডাক পেয়েছেন টি-২০ স্পেশালিস্ট নাসির হোসেন। এছাড়াও দলে রয়েছে তাসকিন, মুস্তাফিজ, তামিম কিংবা সৌম্যের মতো অভিজ্ঞরা।
২৫ সদস্যের প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহীম, মো: মিথুন, কাজী নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মো: শহীদ, আবুল হোসেন রাজু, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী।
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল