বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৯:০১:৩৫

শেষ ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানালেন মাশরাফি

শেষ ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: খুলনার শেখ আবু নাসের চৌধুরি স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি জিম্বাবুয়ে। বাংলাদেশ আগের দুই ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচটি জিম্বাবুয়ে জিতায় শেষ ম্যাচটি জমজমাট এক ফাইনালে পরিণত হয়েছে।

এদিন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে হলে বাংলাদেশকে অবশ্যই জিততেই হবে। তবে এর জন্য বাড়তি কোনো চাপ নিতে নারাজ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ফাইনাল এই ম্যাচটি প্রসঙ্গে তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘চাপটাকে বড় করে দেখছে না দল। এর চেয়েও বেশি চাপে তো আমরা খেলেছি। যদিও টি-টোয়েন্টির বাস্তবতা বিবেচনা করলে হয়ত অন্যরকম, এই সংস্করণ হয়ত আমরা ততটা ভালো খেলি না। তারপরও এত বেশি কিছু ভাবছি না। এখনও তো আমরাই এগিয়ে আছি সিরিজে।’

মাশরাফি বলেন, ‘শেষ ম্যাচকে ঘিরে আমাদের মূল পরিকল্পনায় হলো আমরা যে পরিকল্পনা করবো তা বাস্তবায়ন করা। জয়টা অবশ্যই মুখ্য থাকবে আমাদের। তবে আমাদের ভালো পরিকল্পনা করতে হবে। মাঠে নেমে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করাই হবে লক্ষ্য।’
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে