স্পোর্টস ডেস্ক: ১৯৯৬ সালের কথা। কলকাতার ইডেন গার্ডেনে যেখানে একটি ম্যাচে ভারতের স্কোর ছিলো ১ উইকেটের বিনিময়ে ৯৮ রান। সেই ম্যাচে শচিন টেন্ডুলকার আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারত। আজহারউদ্দিনের ভারত অলআউট হয় ১২০ রানে। ফলাফল হার।
অন্যদিকে, ২০০৩-এর টিভিএস কাপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩৬ করলে জিতবে ভারত। এমন অবস্থায় ভারত টার্গেটে খেলতে নেমে এক পর্যায়ের স্কোর ছিল ১৫৯-৪। নিশ্চিত জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাহুল দ্রাবিড় এবং হেমাঙ্গ বাদানি। সেখান থেকে ১৯৮ অলআউট হয়ে যায় ভারত। শেষ ছয় উইকেট তারা সেদিন হারায় ৩৯ রানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৩৪৮। ফিঞ্চ ১০৭, ওয়ার্নার ৯৩। বড় রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু ভারতের। প্রথম উইকেটে রোহিত-শিখর ৮ ওভারে তোলেন ৬৫।
আর তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত পার্টনারশিপ গড়েছিল শিখর ও বিরাট। তাদের জুটি থেকে আসে ২১২ রান। শিখর যখন আউট হন, ভারতের স্কোর তখন ২৭৭-২। ম্যাচ জিততে আর দরকার ৭৫ বলে মাত্র ৭২। হাতে আট উইকেট। কিন্তু অবিশ্বাস্য ভঙ্গিতে সেদিনও আত্মসমর্পণ করলো ভারত। শেষ ৯ উইকেটের পতন মাত্র ৪৬ রানে। এ ম্যাচে কোহলি ৯২ বলে করেন ১০৬ এবং ধাওয়ান ১১৩ বলে ১২৬। তবুও হার।
ভারতীয়রা স্বার্থপর ব্যাটিং করছেন, সেই সমালোচনাকেও স্তব্ধ করে দিয়েছিলেন কোহলি-রা। কিন্তু দু’টো সেঞ্চুরি সত্ত্বেও ভাগ্যে বদল হল না। ১২ ওভারের মধ্যে ৪৬ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ম্যাচ তুলে দিয়ে এলেন ধোনিরা। রসিকতা শুরু হয়ে গিয়েছে যে, নতুন ম্যানুয়াল বাজারে আনল ভারত। এতদিন ছিল কীভাবে জিততে হয়। মানুকা ওভালে তারা দেখাল, কীভাবে জেতা ম্যাচ হারতে হয়!
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল