বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৩:২১

কপাল পুড়লো রুবেলের

কপাল পুড়লো রুবেলের

স্পোর্টস ডেস্ক : কপাল পুড়লো রুবেল হোসেনের।  এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে নেই তিনি।  দলে নতুন মুখ অলরাউন্ডার আরিফুল হক।

বৃহস্পতিবার টি-টোয়েন্টির বড় দুই টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  দুই দফায় চলবে প্রাথমিক দলের প্রস্তুতি।  এতে অংশ নিতে ২৩ জানুয়ারি খুলনায় ও ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে।

চোটের জন্য গত জুলাইয়ের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেননি রুবেল।  গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় আবারো চোটে পড়েন তিনি।

চোট কাটিয়ে বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেন রুবেল।  তবে আবার চোটে পড়ায় ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরেই থাকতে হয় বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির এ পেসারকে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলা আরিফুল প্রথমবারের মত এলেন প্রাথমিক দলে।  ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার।  এতে ১৪.৪০ গড়ে ও ১২১ স্ট্রাইক রেটে ১৪৪ রান করেছেন তিনি।  ২৪.৩৩ গড়ে নিয়েছেন তিন উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে ‘পরীক্ষা-নিরীক্ষার’ সিরিজে থাকা সব ক্রিকেটার আছেন প্রাথমিক দলে।  চার ম্যাচের সিরিজে না খেলা নাসির হোসেন, লিটন দাস, শফিউল ইসলামরা প্রত্যাশিত ডাক পেয়েছেন।  কিন্তু পেলেন না রুবেল।

বাংলাদেশ প্রাথমিক দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুক্তার আলী।
২১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে