স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে নিজের প্রেমিকা আনুষ্কার সঙ্গে মাতামাতি করে অনেক আগেই বিতর্কের সৃষ্টি করেছিলেন বিরাট কোহলি। শুধু আনুষ্কা ইস্যুতেই নয়। তিনি ক্রিকেট মাঠে খেলা চলাকালীন অবস্থায় বহু ম্যাচে রাগান্বিতও ছিলেন বটে। আম্পায়ার ও ক্রিকেটারদের সঙ্গে জড়িয়েছেন নানা তর্কে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চলতি ওয়ানডে সিরিজের এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি ভারত। একের পর এক ম্যাচ হারতে থাকলেও বিরাট কোহলির বুলি কিন্তু এখনো কমেনি।
বুধবার ক্যানবেরায় আবারো তিনি বিদ্রুপ করেন। তবে নিজের দল হারলেও বিদ্রুপ মন্তব্য করেছেন ফকনারকে। রান আউট থেকে বেঁচে ফিল্ডার ফকনার-এর উদ্দেশে বিরাট কোহলি বলেছেন, ‘কি মিয়া তুমি কি ঘুমিয়ে পড়েছিলে।’
অথচ ফকনারের দল শেষ পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়েই কিন্তু ম্যাচ জিতে নিয়েছে। বিরাটের এই মন্তব্যে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রিকেট ভিক্তরা সমালোচনা করেছেন।
এই ম্যাচে দ্রুত সিঙ্গলস নেওয়ার সময় ফকনারের ছোড়া বল উইকেটে লাগতে ব্যর্থ হয়। তখনই ফকনার-কে বিদ্রুপ করেন কোহলি। অথচ ওই বলটি ফকনার যদি উইকেটে লাগাতে পারতো তাহলে বিরাটের স্থান হতো সাজঘরে।
শুধু ফকনারই নয়, ফিল্ডিং করার সময় সতীর্থ ইশান্ত শর্মার সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় বিরাটকে। সেঞ্চুরি করা অ্যারন ফিঞ্চ-এর ক্যাচ ধরার সময় ইশান্তের সঙ্গে বিরাটের ধাক্কা লাগার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে ইশান্ত ক্যাচ নিলেও দিল্লির পেসারের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায় বিরাটকে।
তবে বিরাট কিন্তু সেদিন বেশ কয়েকটি রেকর্ড করেছেন। বুধবার ১৬২টি ম্যাচ খেলে কেরিয়ারের ২৫তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট। ওয়ান ডে ইতিহাসে যা দ্রুততম। পাশাপাশি ছুঁয়ে ফেললেন জ্যাক হব্স এবং ডেভিড গাওয়ারের অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি হিসাবে সর্বোচ্চ ন’টি সেঞ্চুরির রেকর্ড। ভাঙলেন ব্রায়ান লারার আটটি সেঞ্চুরির রেকর্ডও।
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল