বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১০:১৭:৫২

‘ধোনিকে হঠাও’ গাভাস্কারের বক্তব্যে ক্রিকেট বিশ্বে তোলপাড়

‘ধোনিকে হঠাও’ গাভাস্কারের বক্তব্যে ক্রিকেট বিশ্বে তোলপাড়

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে জঘন্য হারের পরে এবার কঠোর পদক্ষেপের সময় এসেছে বলে মনে করেন সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, একাধিকবার অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পরেও কয়েকজন খেলোয়াড় যেহেতু তাঁদের অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেননি, তাহলে ধোনিকে হটাও শ্লোগানের দিকে সমর্থন দেয়া ছাড়া উপায় থাকবে না।   

গাভাস্কারের কথায়, ‘সিরিজ শেষ হলে আমাদের কঠোর পদক্ষেপ নিতেই হবে। আমি এ কথা বলছি না যে, পুরো দল ঢেলে সাজাতে হবে। কিন্তু এমন কয়েকজন খেলোয়া়ড় আছে যারা তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নেয়নি। এই দলের এমন খেলোয়াড় আছে যে ৩-৪ বার অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। কিন্তু তাতেও শিক্ষা নেয়নি। ২০১৯ সালের বিশ্বকাপের জন্য দল গঠন করতে হলে এখন থেকেই তরুণদের সুযোগ দিতে হবে।’

ধোনির অধিনায়কত্বের সমালোচনা করে গাভাস্কার বলেন, ‘পরপর দু’টি ম্যাচে অশ্বিনকে না-খেলানোর সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ছিল না। ক্যানবেরার কন্ডিশন ওর বোলিংয়ের পক্ষে ছিল। কোনও কোনও বোলারকে দেখে মনে হয়েছে যে, তারা একই ভুল বারবার করছে। আমার মনে হয় ধোনি ক্লান্ত, ওকে বিশ্রাম দেয়া উচিত।’

তবে গাভাস্কারের এমন বক্তব্যে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে ক্রিকেট ভক্তরা সমালোচনা করেছেন। তারা বলছেন, ‘গাভাস্কার মনে হয় ভুলে গেছে যে, ধোনির হাত দিয়েই ভারত ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। 
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে