স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের স্পষ্ট বক্তব্য ‘টাইগারদের জিততে হবে’। সে কারণে তিনি চতুর্থ ম্যাচে তামিম এবং মুস্তাফিজকে ফেরানোর জন্য কোচকে পরামর্শ দিয়েছেন।
মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি২০তে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। সে কারণে তাকে চার ম্যাচের টি২০ সিরিজের শেষ দুটি ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলো।
কিন্তু বৃহস্পতিবার দুপুরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হঠাৎ করেই অনুশীলন করতে আসেন মুস্তাফিজ। অনুশীলন করেছেন একা একা। যা অনেক ভাবনার জন্ম দিয়েছে। সূত্রমতে, তামিমের পাশাপাশি মুস্তাফিজুরকে হয়তো শেষ ম্যাচ খেলানোর পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপন। সেই জন্য কাটার মাস্টারের বাড়তি প্রস্তুতি।
মুস্তাফিজ জিম সেশন শেষ করে কুড়ি মিনিটের মতো রিহ্যাব অনুশীলন করলেন। কাটার মাস্টারের ভাব-ভঙ্গি দেখে বোঝা গেল শুধু রিহ্যাব নয়। আরো কিছু অপেক্ষা করছে সিরিজ নির্ধারণী ম্যাচে।
মুস্তাফিজের কাঁধের ইনজুরি প্রসঙ্গে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘আজ সে রিহ্যাবে এসেছে। ঘন্টাখানেক জিম করার পর কিছুটা বোলিং করেছে রিহ্যাবের শর্ত মেনে। তবে তার ঠিক হতে কিছুটা সময়তো লাগবেই।’
নিজের বা কাঁধের ইনজুরির বর্তমান অবস্থা সম্পর্কে মুস্তাফিজ বলেন, ‘রিহ্যাব করছি। তবে বাম কাঁধে সামান্য ব্যথা আছে। দেখি কি হয়।’
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল