বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১০:৪০:১২

সিরিজ জয় না সমতা, কি ভাবছেন আপনি?

সিরিজ জয় না সমতা, কি ভাবছেন আপনি?

স্পোর্টস ডেস্ক: খুলনার শেখ আবু নাসের চৌধুরি স্টেডিয়ামে শুক্রবার অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। চার ম্যাচ টি-২০ সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ মাঠে নামবে সিরিজ জয়ের লক্ষ্যে অন্যদিকে জিম্বাবুয়ে নামবে সমতায় ফিরতে।

তৃতীয় ম্যাচে চূড়ান্ত একাদশে পাঁচজন নতুন মুখ যুক্ত করায় বেশ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে দলে ফিরিয়ে আনা হচ্ছে অভিজ্ঞ তামিম ইকবাল, আরাফাত সানি এবং বোলিং যাদুকর মুস্তাফিজুর রহমানকে।

অন্যদিকে জয় পেলে অন্তত সিরিজ ড্রয়ের স্বান্তনা জুটবে জিম্বাবুয়েনদের। আগামীকাল আসলে কী হবে? কে জিতবে? বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে? ক্রিকেট ভক্ত-সমর্থকদের উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। তবে সব উত্তেজনা আর রোমাঞ্চের সমাপ্তি হবে শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। যেখানে চার ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে যুদ্ধংদেহী মনোভাবে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। বেলা তিনটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি।
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে