শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬, ১২:৫০:৩০

সর্বোচ্চ গতির বোলার পাওয়া গেল কুমিল্লায়

সর্বোচ্চ গতির বোলার পাওয়া গেল কুমিল্লায়

স্পোর্টস ডেস্ক :রবি ফাস্ট বোলার অন্বেষণ প্রতিযোগিতায় চমক দেখিয়েছেন নোয়াখালির ইয়াসিন আরাফাত মিশু ।  ১৩২ কিমি গতি করা তার বল প্রতিযোগিতায় এখন পর্যন্ত সর্বোচ্চ।

বুধবার কুমিল্লা স্টেডিয়ামে ৪৮৬ জন ছেলে ও ২ জন মেয়ে উপস্থিত হয় তাদের সামর্থ্যের প্রমাণ দিতে। এটি একটি ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা যার মাধ্যমে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পেস বোলারদের খুঁজে বের করা হয়। আর তারা দেখায় তাদের সামর্থ্য আর প্রতিভা এবং ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার সুযোগ।

মিশুর সাথে আরো দুজন ১২৭ কিমি বেগে বল করতে সক্ষম হয়। তাদের ঢাকায় হাই পারফর্মেন্স ক্যাম্পে ডাকা হয়েছে যেখানে তারা বিশ্বমানের কোচদের সান্নিধ্য পাবে।

কুমিল্লার কোচ সারোয়ার জাহান জানান প্রতিযোগীরা ছিল যথেষ্ট স্বতঃস্ফূর্ত । তারা জানপ্রাণ দিয়ে বল করেছে। তাদের একটি বা দুইটি বল করে করতে দেয়া হয় আর তারা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে বল করে। কয়েকজনকে ৭-৮ বার বল করিয়ে পরখ করে নেয়া হয়। সবশেষে তিনজন কে বিজয়ী ঘোষণা করা হয়।

সারাদেশ থেকে ৬৪ জন বাছাই করে হাইপারফর্মেন্স ক্যাম্পে চলবে পরীক্ষা নিরীক্ষা। তাদের সংগৃহীত রেকর্ড যাচাই বাছাই করে ১২ জন সিলেক্ট করা হবে (১০ জন ছেলে, ২ জন মেয়ে)। শনিবার ফতুল্লাহ ও ময়মনসিংহ স্টেডিয়ামে পরবর্তী ট্রায়াল অনুষ্ঠিত হবে।
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে