স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের শোচনীয় পরাজয়ের পরে ভারত-অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে প্রশ্ন উঠেছে। অধিনায়ক হিসেবে তার কাজ চালিয়ে যাওয়া উচিত কি না, এই নিয়ে নানা মুনির নানা মত। বলতে বাধা নেই, ধোনি-বিরোধী হাওয়া কিন্তু ইতিমধ্যেই বইতে শুরু করে দিয়েছে।
সাবেক ক্রিকেটাররা এখনও নখদাঁত সেভাবে বের করেননি। তবে, বলাই বাহুল্য ধোনি কিন্তু গন্ধ পেতে শুরু করে দিয়েছেন। আমজনতা ধীরে ধীরে তার পাশ থেকে সরে যাচ্ছেন, এমন ইঙ্গিতও পেয়ে গিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ওয়ানডে-তে ভারতের পরিসংখ্যানও বেশ হতশ্রীই দেখাচ্ছে।
এদিকে টেস্টে কিন্তু ভারতের ‘দাদাগিরি’ চলছেই। টেস্ট-ক্রিকেটে একনম্বরে টিম ইন্ডিয়া। এর পিছনে রয়েছে বিরাট কোহলির সফল নেতৃত্ব। তার নেতৃত্বেই তো ঘরের মাটিতে নাককান মুলে প্রোটিয়াদের মাটি ধরিয়েছে ভারত। টেস্ট-ক্রিকেটে ভারতের গ্রাফ যেখানে উর্ধ্বমুখী, সেখানে ওয়ানডে-তে ক্রমশ তা নিম্নগামী।
পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের পরে ভারত এযাবৎ ১৫টি একদিনের ম্যাচ খেলেছে। তার মধ্যে সিংহভাগ ম্যাচেই হার মেনেছে ভারতীয় দল। ১৫টির মধ্যে ৯টি ম্যাচ হেরেছে। সেখানে ৬টি ম্যাচ জিতেছে ভারত। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারতে হয়েছে।
সেখানে ভারত সিরিজ জিতেছে কেবল দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে। প্রথমবার ধোনির নেতৃত্বে টানা পাঁচটা ওয়ানডে-তে হারতে হল ভারতকে। সব মিলিয়ে হিসেব কিন্তু মোটেও ধোনির হয়ে কথা বলছে না। তাহলে ধোনির বিরুদ্ধে ‘গেল গেল’ রব উঠবেই বা নয় কেন?
২২ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি