বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩০:২২

বাংলাদেশকে নিয়ে হরভজনের শঙ্কাই সত্যি হলো!

বাংলাদেশকে নিয়ে হরভজনের শঙ্কাই সত্যি হলো!

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ শুরুর আগে আফগানিস্তান দল নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে বলেছিলেন হরভজন সিং। যে শঙ্কা তিনি করেছিলেন তা সত্যিই হয়েছে। শুধু আফগানিস্তান না, শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।

টাইগারদের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে। যে প্রশ্নের উত্তর কোনোভাবেই খুঁজে পাচ্ছে না বিসিবিও। এশিয়া কাপের সুপার ফোরে খেলতে ব্যর্থ হওয়ার পর, নানা জনের নানা মত। এই ফরম্যাটে খেলার যোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। তবে ভার‌তের সাবেক ক্রিকেটার হরভজন সিং তাদের দলে নেই।

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু এখনো খেলার প্রতি ভালোবাসা অটুট আছে। তাই ঘুরে ফিরে তার কাছে প্রশ্ন যায় ক্রিকেট নিয়ে। এমন দুঃসময়ে অবশ্য বাংলাদেশের পাশে আছেন সাবেক এই স্পিনার। টি-টোয়েন্টিতে কীভাবে আরও ভালো করা যায় দিয়েছেন তার টোটকা। তাগিদ দিলেন দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়নে।

হরভজন বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন। যে কোনো দল, যে কাউকে হারিয়ে দিতে পারে। বাংলাদেশও বিপজ্জনক দল। তারা যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দেয়ার সামর্থ্য রাখে। 

অতীতে অনেকবারই তেমনটা করে দেখিয়েছে। এবার ভালো খেলেনি বলে, সামনে ভালো করবে না বিষয়টা এমন না। আমি আশা করি তারা ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে। তাহলে ইতিবাচক ফল আসবে। তাদের প্রতিভাবান অনেক খেলোয়াড় আছে। বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো আরও উন্নত হলে, ভবিষ্যতে অনেক ভালো ক্রিকেটার সেখান থেকে উঠে আসবে।’

বাংলাদেশের মতো এশিয়া কাপে হতাশ করেছে তার দেশ ভারতও। বিদায় নেয় সুপার ফোর থেকে। তবে বিরাট কোহলি ফর্মে ফিরেছেন এটাই স্বস্তির। বিশ্বকাপে ভিন্ন রুপে দেখা যাবে টিম ইন্ডিয়াকে, এমন বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০'র বেশি উইকেট পাওয়া সাবেক এই স্পিনারের।

তিনি বলেন, ‘এশিয়া কাপে ভারত প্রত্যাশামতো খেলতে পারেনি। তবে সামনে বিশ্বকাপ আসছে। সেখানে তারা ভালো করবে বলেই আমার বিশ্বাস।’ সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব বলেন হরভজন সিং।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে