স্পোর্টস ডেস্ক: সামনেই ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামবে গতবারের জয়ী অস্ট্রেলিয়া। এই জোড়া সিরিজ ও টি-২০ বিশ্বকাপের আগেই বড় তিন ধাক্কা খেলো অস্ট্রেলিয়া দল।
কারণ চোটের জন্য ছিটকে গেলেন দলের তিন তারকা ক্রিকেটার। ফলে মিচেল স্টার্ক, মিচেল মার্শ ও মার্কাস স্টোইনিসকে ছাড়াই খেলতে হবে অস্ট্রেলিয়া দলকে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।
এর আগে চোটের কবলে দলের তিন ম্যাচ উইনার। বাঁহাতি জোরে বোলার স্টার্ক সবেমাত্র হাঁটুর চোট সারিয়ে উঠেছেন। মার্শ গোড়ালির চোটে ভুগছেন। অন্যদিকে অলরাউন্ডার স্টোইনিস সাইড স্ট্রেনের চোটে ভুগছেন। তিন তারকার জায়গায় দলে এসেছেন দুই জোরে বোলার ন্যাথান এলিস ও সিন অ্যাবোট। এছাড়া সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ড্যানিয়েল সামস।
১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: অ্যারণ ফিঞ্চ (অধিনায়ক), সিন অ্যাবোট, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, ন্যাথান এলিস, ক্যামেরুন গ্রীন, জশ হ্যাজেলউড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ড্যানিয়েল সামস, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।