বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৫৬:১৩

আগেই সতর্ক করে নিষেধ করেছিলেন কামরান, শোনেননি বাবর আজম

আগেই সতর্ক করে নিষেধ করেছিলেন কামরান, শোনেননি বাবর আজম

স্পোর্টস ডেস্ক: এ বারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়নের হতে পারেনি বাবর আজমের পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে দাসুন শানাকার শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিলেন বাবররা। লঙ্কানদের কাছে হারের পর, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের নেতৃত্ব নিয়ে রীতিমতো আলোচনা চলছে। 

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার পাক অধিনায়ক বাবর। কিন্তু ফর্মে না থাকলেও সেরার সেরা ব্যাটারদেরও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এ বার সেটাই হচ্ছে বাবরের সঙ্গেও। পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল সদ্য এক তথ্য জানিয়েছেন। আগেই সতর্ক করে নিষেধ করেছিলেন কামরান, শোনেননি বাবর আজম।

কামরান জানান, ২০১৯ সালে যখন বাবরের ওপর পাকি দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, সেই সময় তিনি বাবরকে এই দায়িত্ব নিতে নিষেধ করেছিলেন। এখন আবার আকমল বলছেন, পিসিবি এই মুহূর্তে বাবরকে ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দিলে মস্ত বড় ভুল করবে।

কামরান আকমল বলেন, “আমি যখন জানতে পেরেছিলাম বাবরকে ক্যাপ্টেন করা হচ্ছে, সেই সময় আমি ওকে বলেছিলাম, ‘আমার মনে হয়, তোমার এখন ক্যাপ্টেনের দায়িত্ব নেওয়াটা ঠিক হবে না। সামনের ২-৩ বছর তুমি এইরকমভাবে ব্যাটিং করে যাও। দলের ব্যাটিং লাইন আপ তোমার ওপর অনেকটা নির্ভর করবে।”

সাবেক উইকেটকিপার আরও বলেন, “এভাবে এগোলে তুমি বিরাট কোহলি, স্টিভ স্মিথের পথে যেতে পারো।’ আমি ওকে আরও বলেছিলাম, ও যদি ৩৫-৪০ টা সেঞ্চুরি করে নেওয়ার পর দলের দায়িত্ব নেয়, তা হলে ক্যাপ্টেন্সিটাও উপভোগ করতে পারবে এবং অধিনায়ক হিসেবে দলটাকেও ম্যানেজ করতে পারবে।”

পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার সেই সময় বাবরকে বলেন, “সরফরাজ ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেই তোমাকে অধিনায়ক করে দেওয়া হবে। কিন্তু এখন সেটার সঠিক সময় নয়।” কিন্তু সেদিন কামরানের কথা শোনেননি বাবর। অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন বাবর আজম।

কামরান আকমল বলেন, “আমার ওই সময় ওকে যেটা বলা দরকার ছিল, বলেছিলাম। সে শোনেনি। সে নিশ্চই ওর কাছের মানুষদের সঙ্গে আলোচনা করে ক্যাপ্টেন্সির দায়ভার কাঁধে তুলে নিয়েছিল। ওই সময় আমি ওকে এগুলো বলেছিলাম ঠিকই। এখন ওকে সরিয়ে অন্য কাউকে অধিনায়ক করাটা মস্ত বড় ভুল হবে।”

তিনি আরও বলেন, “বাবর এখন অনেক পরিণত। আড়াই-তিন বছর ধরে দলকে নেতৃত্ব দিচ্ছে। ফলে ওর ক্যাপ্টেন্সিও আরও ভালো হওয়া উচিত। এশিয়া কাপের ফাইনালে ওকে আরও ভালো নেতৃত্ব দিতে হত। তার আগে ওর ক্যাপ্টেন্সি কিন্তু যথেষ্ট ভালো ছিল। বাবর দলের বোলারদের যথেষ্ট ভালো ভাবে ব্যবহার করেছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে